নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে আরোপিত পাল্টা শুল্ক কত হবে সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিন্ধান্ত হতে পারে। দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এতো শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের উদ্যোক্তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কঠিন হয়ে পড়বে। এ কারণে বাংলাদেশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। এ নিয়ে ততৃীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এবারে তিন দিনের বৈঠক শুরু হয়েছে মঙ্গলবার। আজ বৃহস্পতিবার তা শেষ হওয়ার কথা রয়েছে।
আজ স্থানীয় সময় সকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শেষ দিনের আলোচনা শুরু হবে। এই বৈঠক থেকে একটি সিন্ধান্ত আসতে পারে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন। এই দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
এদিকে ভিয়েতনাম ২০, জাপান ১৫, ইন্দোনেশিয়া ১৯ ও ফিলিপাইন ১৯ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে চুক্তিতে পৌঁছেছে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে ১৫ শতাংশে।
