নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে সরাসরি অংশ নেবে লাল-সবুজের তরুণ সার্ফাররা।
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের তামিলনাড়ুতে সদ্যসমাপ্ত ‘চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জণ করে বাংলাদেশ।
ভারতের তামিলনাড়ুর সমুদ্র সৈকতে গত ৩-১২ আগস্ট অনুষ্ঠিত হয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেয় ১৮টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নেয়া ৫ জন সার্ফার হলেন : মোহাম্মদ মান্নান, হাসান, ইউনুস, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আকতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোকে টপকে বাংলাদেশ অর্জন করে সম্মানজনক ৯ম স্থান। এই সাফল্য থেকেই বাংলাদেশ পায় এশিয়ান গেমস ২০২৬ এর টিকেট।
কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে কঠোর অনুশীলন। কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে প্রতিদিনই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছেন মান্নান-হাসানরা। লক্ষ্য একটাই-এশিয়ান গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনা।
২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। সেখানে প্রথমবারের মতো লাল-সবুজের সার্ফাররা দেশের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই অর্জন। তরুণ সার্ফারদের এই সাফল্য হয়তো একদিন সার্ফিংকেও বাংলাদেশের মূলধারার খেলায় পরিণত করবে
