রবি ঠাকুরের ‘আমারো পরানো যাহা চায়’
নিজস্ব প্রতিবেদক
সঙ্গীত শিল্পী কণা ও ইমরানের কণ্ঠে রয়েছেন বিশ্ব কব রবিন্দ্রনাথ ঠাকুরের একটি গান ‘ আমারো পরানো যাহা চায়,। এটিকে মিউজিক ভিডিও করা হয়েছে। বেশ কয়েক বছর আগেই এটিসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বুধবার রবিন্দ্র প্রয়ান বার্ষিকীতেও গানটি নতুন করে বেসরকারি একটি টেলিভিশনে একাধিকবার প্রচার করা হয়েছে। এছাড়া ইউনিটউবেও এটি অনেক স্রোতা দর্শক দেখেছেন। ১৪ লাখ ডিভাইস থেকে মিউজিক ভিডিওটি দেখা হয়েছে। ২ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে। প্রায় সবই প্রশংসাসূচক বক্তব্য।
