নিজস্ব প্রতিবেদক
ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে রোববার আরও ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ানোর জন্য ডলারের দাম রাখার কৌশল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের ম্ধ্যামে এসব ডলার কিনেছে। ফলে বাজারে ডলারের দও পতন ঠেকেছে। রোববার আন্ত:ব্যাংকে ডলার লেনদেন হয়েছে সর্বনিম্ম ১২১ টাকা ২৫ পয়সা থেকে সবর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সা দরে ডলার বেচাকেনা হয়েছে। এর আগে কয়েক দনি ধরে ডলারের দাম কমেছে।
কেন্দ্রীয় ব্যাংক রোববার ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। এই দও বাজার দরের চেয়ে বেশি। ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বেশি দামে ডলার কিনছে।
