নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার ৫ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ঐক্যের বার্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কনসার্ট আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জাগ্রত জুলাই কনসার্ট আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করবেন। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পীরা পারফর্ম করবেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ছিবি প্রদর্শীনীরও আয়োজন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে আজ বিজয় স্মরণী ভাসানী নভোথিয়েটার থেকে র্যালি বের করা হভ্ এতে সব শ্রেণীর মানুষকে অংশ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আজ সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মাধ্যমে জুলাই যোদ্ধাদের স্মরণ করবে।
বাংল একাডেমী জুলাই বিপ্লব স্মরণে বই মেলার আয়োজন করেছে।
এছাড়া সবকটি সরকারি বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লব স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনটিতে সরকারি ছুটি থাকবে। ফলে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
