নিজস্ব প্রতিবেদক
ঢাকার সিনেমা পাড়ার ব্যস্ত নায়িকা ফারদিন দীঘি। জংলি সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তার হাতে রয়েছে আরও একাধিক সিনেমা। এসব নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন।
তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে। এর মধ্যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত বিয়ের পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে এখনো ভাবছি না। আরও দশ-পনেরো বছর পর যখন মনে হবে ক্যারিয়ারে যা চেয়েছি সবই অর্জন করেছি, তখন বিয়ের কথা ভাববো। এর আগে নয়। এখন পুরোপুরি সিনেমায়ই সময় দিতে চাই। এটি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। তার ইচ্ছে, সিনেমা হলে দর্শকদের ফিরিয়ে আনা।
এ কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন, বিশেষ করে তার মামার সঙ্গে। এগুলো শেয়ার করেন। অনেকে দেখে ভাল মন্তব্য করে, শেয়ার করে।
দীঘি প্রখ্যাত অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে। শিশুশিল্পী হিসেবে দীঘি পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি কাজ করছেন সিনেমা ও ওয়েব কন্টেন্টে।
টেলিভিশনের প্রচারিত গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে ছোট্ট দীঘি আলোচনায় আসেন। এরপর তিনি এক টাকার বউ নামে একটি সিনেমায় প্রয়াত রাজ নায়ক রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন।
