নিজস্ব প্রতিবেদন
ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের নাম বেড়ে এখন প্রতিদিনই রেকর্ড গড়ছে। ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো কারেন্সির পক্ষে নীগিত অবস্থান নেওয়ার এর দাম দ্রুত বাড়ছে। চলতি বছরের সাড়ে ৭ মাসে বিটকয়েনের দাম বেড়েছে ৩২ শতাংশ। বৃহস্পতিবার এর দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার টাকায় ওঠেছে। গত সোমবার এর দিন ছিল ১ লাখ ২২ হাজার টাকা। গত শুক্রবার ছিল ১ লাখ ২০ হাজার টাকা। এভাবে প্রতিদিনই এর দাম বাড়ছে।
তবে বিটকয়েনের কোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নেই। এটি কিনে কেউ প্রতারিত হলে কোন প্রতিকার পাওয়ার সুযোগ নেই। জাপানের একজন ব্যবসায়ী এই ডিজিটাল মুদ্রাটি বাজারে ছেড়েছে। তারপর থেকে বিশ্বব্যাপী এটি ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত বাজারে ছাড়া ডিজিটাল মুদ্রাগুলোর মধ্যে বিটকয়েনই শীর্ষে রয়েছে। অনেক দেশের ব্যবসায়ী এই মুদ্রায় ব্যবসায়িক দায়দেনা পরিশোধ করছে। বাংলাদেশে বিটকয়েনসহ যে কোন ধরনের ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে তাদের নীতি সুদহার কমানোর চিন্তাভাবনা কমছে। এতে সঞ্চয়ী উপকরণ হিসাবে ডলারের ওপর থেকে মুনাফা কমে যাবে। পাশাপাশি ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বৈশ্বিকভাবে ডলারের দাম কমছে। এছাড়া মার্কিন প্রশাসন সম্প্রতি আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প পরিবার নিজে বিটকয়েনে বিনিয়োগ করেছে। এসব কারণে বিটকয়েনের দাম নতুন রেকর্ড গড়েছে।
ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে বিটকয়েন। এর পরেই রয়েছে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি দ্রা টোকেন ইথার। এসব মুদ্রার দামই বাড়ছে।
বৃহস্পতিবার এশিয়ার বাজারে বিটকয়েনের দাম বেড়ে দাড়ায় ১ লাখ ২৪ হাজার ডলার। যা গত শুক্রবার ছিল ১ লাখ ২০ হাজার ডলার। গত সোমবার ছিল ১ লাখ ২২ হাজার ডলার। চলতি বছরের সাড়ে ৭ মাসে এর দাম বেড়েছে ৩২ শতাংশ। এর মধ্য দিয়ে জুলাই মাসেই সবচেয়ে বেশি বেড়েছে।
দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি টোকেন ইথারের দাম ৪ হাজার ৭৮০ ডলারে উঠেছে। যা ২০২১ সালের শেষ ভাগের পর সর্বোচ্চ।
