নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে টানা ৩৬ দিনের আন্দোলনে গণঅভ্যুত্থান ঘটে ৫ আগস্ট বা ৩৬ জুলাই। এতে অনেক সাহসী মানুষ প্রাণ দেন, আহত হন অসংখ্য মানুষ। রক্তস্নাত সেই জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গ্রাফিতির মাধ্যমে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। সারাদেশে দেওয়ালে দেওয়ালে নানান গ্রাফিতি অংকন করা হয়। এতে গণমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও ছাত্র-জনতার আঁকা গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছিল সেই বিদ্রুপময় প্রতিবাদ।
জুলাইয়ের এক বছর পূর্তিতে সেই বিদ্রুপাত্মক নিদর্শনগুলো নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এ ছয় দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে অনলাইন ব্যঙ্গ-বিদ্রুপ প্ল্যাটফর্ম ‘ইআরকি’। ‘বিদ্রুপে বিদ্রোহ’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৩১ জুলাই এবং চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
প্রদর্শনীতে থাকছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে গান, কবিতা, ভিডিওচিত্র ও ড্রামা কুইনের লাইভ ড্রামাসহ নানা লাইভ অ্যাক্টিভিটি।
দর্শনার্থীরা এখানে দেখতে পাবেন বিদ্রুপ ও প্রতিবাদের শিল্পভাষা এবং সঙ্গে নিয়ে যেতে পারবেন নানা স্মারক ও স্যুভেনিয়র।
আয়োজকরা জানান, বিদ্রুপ কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীন মানুষের প্রতিরোধের এক কার্যকর হাতিয়ার। ‘বিদ্রুপে বিদ্রোহ’ প্রদর্শনী সেই বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দেবে।
