নিজস্ব প্রতিবেদক
ব্যস্ত সময় পার করছে দেশের ফুটবল। সাফ মিশনে মেয়েদের অনূর্ধ্ব-১৭ দল এখন ভুটানে। আগামী ২০শে আগস্ট নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন এই দল। একই সময়ে বাহরাইনে তীব্র গরমে টানা তৃতীয় দিনের অনুশীলন করেছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-২৩ দল। এদিকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপাল ম্যাচের প্রস্তুতি সারছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি হিসেবে বাহরাইনের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।
বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেই অনুশীলনে নামে দল পুরুষ অনূর্ধ্ব-২৩ দল। তবে দ্বিতীয় দিন শুক্রবার গরমের মধ্যে কঠিন অনুশীলন করে বাংলাদেশ। শনিবারও অনুশীলনে হাঁসফাঁফ করেছেন তারা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ বলেন, ‘আমরা বাহরাইনে এসেছি, তো এখানে একটু গরম বেশি।।’ বাহরাইনে দুটি ম্যাচ খেলার উদ্দেশ্য অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। সামনে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে।
তবে মেয়েদের মতো এবার অনূর্ধ্ব-২৩ পুরুষ দল চায় এশিয়ান কাপ বাছাই পেরিয়ে মূল পর্বে খেলতে।
এদিকে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জেতার পর পর অনূর্ধ্ব-১৭ দলের লক্ষ্য ট্রফি জেতা। সেই লক্ষ্যে একটু আগেভাগেই ভুটানে গেছে লাল সবুজের মেয়েরা। বাংলাদেশে এখন গরম, তবে ভুটানে ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে তাদের। বাফুফের পাঠানো এক ভিডিওতে সাফ অনূর্ধ্ব-১৭ দল নিয়ে কথা বলেন অধিনায়ক অর্পিতা। ভুটানের বাবিনা গ্রাউন্ডে গতকাল ভোরে দেড় ঘণ্টার অনুশীলন শেষে অর্পিতা বলেন, ‘দলের প্রস্তুতি মোটামুটি ভালো, আমরা একটু আগে আসছি এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ এখনকার আবহাওয়া বাংলাদেশের মতো এক না তাই মানিয়ে নিতে সুবিধা হবে। আমাদের আগে থেকে এখানে অনুশীলন করানো হচ্ছে এটাও ভালো দিক। আগামী বুধবার আমাদের প্রথম ম্যাচ আশা করি ভালো করব। আজ (গতকাল) সবাই ট্রেনিং করেছে, তবে আবহাওয়ার কারণে অনেকের কষ্ট হচ্ছে। ম্যাচের আগে আরও দুই-তিন দিন আছে, এর মধ্যে আমরা মানিয়ে নেবো।’
নারী ফুটবলে এ বছরই এসেছে পরপর তিনটি বড় সাফল্য। জুন-জুলাইয়ে মিয়ানমারে বাছাইপর্ব পার করে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেন ঋতুপর্ণা চাকমারা। ক’দিন পর ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে ৬ ম্যাচের প্রতিটিই জিতে নেন মোসাম্মৎ সাগরিকারা। ওই টুর্নােমেন্ট জেতার ১০ দিনের মাথায় আফঈদা খন্দকার-সাগরিকারা পাড়ি দেন লাওসে। সেখানে সাগতিক লাওস ও তুর্কমেনিস্তানকে হারানোর পর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরাজিত হয় মেয়েরা। তবে সেরা তিন রানার্সআপের একটি হয়ে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে কোয়ালিফাই করে পিটার বাটলারের দল। এবার ভুটান থেকে আরেকটি সাফল্য নিয়ে আসার প্রত্যাশা অর্পিতাদের কাছে। এদিকে আগামী ৬ ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রস্তুতি শুরু হয়েছে এরইমধ্যে। যদিও শুরুতে ২৪ ফুটবলার নিয়ে ক্যাম্প করতে চেয়েছিলেন হাভিয়ের কাবরেরা। যেখানে বসুন্ধরা কিংসের আছে ১০ ফুটবলার। যারা হাভিয়েরের এই ক্যাম্পে যোগ দিচ্ছেন না। যা এরইমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কিংস। যার ফলে প্রথম দু’দিন ১২ জনকে অনুশীলন করিয়েছেন এই স্প্যানিশ কোচ।
