নিজস্ব প্রতিবেদক
ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও জনগণের ক্ষমতায়নের প্রত্যয় নিয়ে ভোলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘আপ বাংলাদেশ’। রোববার ১৩০ সদস্যের ভোলা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন, আবদুল্লাহ আল মামুন, আবিদ হাসান, জোবায়ের বিন মাহবুব, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, আছমা আক্তার ও শরীফ আহমেদ।
সদস্য সচিব হয়েছেন মাহদী হাসান সাগর। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ বিল্লাল, হাফেজ ওয়াসেল উদ্দিন মাহমুদ, আমান উল্লাহ, জহির উদ্দিন বাবর, গোলাম রব্বানী মুছান্না, আব্দুল হাই শরীফ, মোহাম্মদ আল-আমিন, রাইসা ইসলাম ও মিজানুর রহমান।
