নিজস্ব প্রতিবেদক
লালনকন্যা খ্যাত গায়িকা নাসরিন আক্তার বিউটির ব্যস্ততা এখন বেশ বেড়ে গেছে। নতুন গানের পাশাপাশি টেলিভিশনে গানের অনুষ্ঠান নিয়েই তার ব্যস্ততা। তবে মঞ্চে অনুষ্ঠান করা কমিয়ে দিয়েছেন। লালনকন্যা নামে চ্যানেল করবেন বিউটি। সেটির কাজও করছেন।
সম্প্রতি তার কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হলো- ‘যখন তোমায় মনে পড়ে’, ‘শুনতে পাও’, ‘যে আগুনে পোড়া এ মন’, ‘কষ্ট’সহ আরও কিছু গান। এই গানগুলো রেকর্ডিং করতে গিয়ে তার অন্যান্য কাজ কিছুটা কম হয়েছে।
দেশের বিদ্যমান পরিস্থিতিতে স্টেজ শো করাটা নিরাপদ মনে করেন না। তােই এটি কমিয়ে দিয়েছেন। মাঝে-মধ্যে ইনডোর শো করছেন। চ্যানেলগুলোতে গানের অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন।
লালনের ১০০ গান নিয়ে একটি চ্যানেল করার কথা ছিল তার। ‘লালনকন্যা’ নামে একটি চ্যানেলের পরিকল্পনা আছে। ১০টি গানের কাজ শেষ করেছেন। মিউজিক ভিডিও করা বাকি।
ইতিমধ্যে তার প্রায় ৩০০ মৌলিক গান করা আরও কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন।
