বিশেষ প্রতিনিধি
জুলাইর শুরুতেই ঘোষিত হতে পারে ২০২৪ সালের জুলাই আন্দোলনের জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব। আন্দোলনের পটভূমি, গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের নিপিড়ীন তুলে ধরা হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনের জন্য অঙ্গিকারের কথাও বলা হবে।
জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে বর্তমান সরকার। এটি একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। যে কারণে এখন অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষে্রেই জটিলতার সৃষ্টি হচ্ছে। গত বছরের ৫ আগস্ট এ বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল। যে কারণে এখনো সংবিধানের ভেতরে থেকেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বিপ্লব-উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজেই নতুন সরকার শপথ নিতে পারত। সেটি সম্ভবও ছিল।
বিপ্লবের এক বছর হলেও জুলাই সনদের ব্যাপারে ঐকমত্য এখনো দেখা যায়নি। জুলাই সনদ ঘোষণা করা যাবে কি না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেই সন্দেহ রয়েছে।
জুলাই সনদ ঘোষনার জন্য ছাত্রদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে তা সরকার থেকে থামিয়ে দেয়। বলা হয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি জুলাই সনদ দেওয়া হবে। বাস্তবে সে আলোচনা বেশি দূর এগুয়নি।
