নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের দিনে হঠাৎ কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতার সফর নিয়ে নানা আলোচনা চলছে। এ নিয়ে কৌতুহলের জন্ম দিয়েছে। তারা জুলাই বার্সিকীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রেখে কেন কক্সবাজারে গেলেন। তবে ঢাকায় মঙ্গলবার তাদের কোন পৃথক কর্মসূচী ছিল না।
মঙ্গলবার দুপুর ১২টার কিছু পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপি’র নেতারা। পাঁচ নেতা হলেন- দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে সরাসরি কক্সবাজারের ইনানীস্থ হোটেল সি-পার্লে পৌঁছান তারা। এর মধ্যে কক্সবাজারে বিষয়টি জানাজানি হয়ে যায়। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠক’ করছেন এনসিপি নেতারা। এই খবরে হোটেলের সামনে অবস্থান নেন বিএনপি’র স্থানীয় নেতারা। যদিও পরে পরিষ্কার হয় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে নেই। তিনি আছেন আমেরিকায়।
এনসিপি নেতারা জানিয়েছেন, দীর্ঘ পদযাত্রার কারণে ক্লান্তি কাটাতে তারা সেখানে যান। তবে অনেকে প্রশ্ন করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতারা বিজয়ের বার্ষিকীর দিনের এই সফরের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। ৎ
সি-পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান, পিটার হাস্ বা এ রকম কেউ তাদের হোটেলে আসেননি।
এদিকে, একটি সূত্র দাবি করেছে, পিটার হাসের সঙ্গে নয়, বরং অন্য একটি দেশের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের সঙ্গে ‘দলীয় বৈঠক’ করেছে এনসিপি। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
