নিজস্ব প্রতিবেদক
৩৭ বছর পর দুই বাংলাদেশি সাতারুর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। তারা হলেন মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।
চলতি মাসের প্রথম সপ্তাহে একই ফ্লাইটে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। গত ২৫ জুলাই চ্যানেলে নামার কথা ছিল দুই সাঁতারুর। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় সেদিন চ্যানেলে নামা হয়নি। ইংল্যান্ডের দিকে আবহাওয়া ভালো হলেও খুবই খারাপ অবস্থা ছিল ফ্রান্সের এদিকটায়। তবে সেদিন হতাশ হয়ে ফিরলেও এবার ঠিকই ইংলিশ চ্যানেল জয় করলেন সাগর ও হিমেল। ৩৪ কিলোমিটার সাঁতরেছেন চারজন।
বাংলাদেশের দুই সাঁতারুর সাথে ছিলেন ভারতের দুজন। তারা রিলে পদ্ধতিতে সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন।
ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে সাঁতার শুরু করার পর শেষ করতে বাংলাদেশের দুই সাঁতারুর সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর এই চ্যানেল পাড়ি দিয়েছেন আরো দুই সাঁতারু। তারা হলেন- আবদুল মালেক ও মোশাররফ হোসেন। তৃতীয় বাংলাদেশী হিসেবে ১৯৮৭ সালে চ্যানেল পাড়ি দিয়েছিলেন মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ।
পরে পাড় হয়েছে ৩৭ বছর। দীর্ঘ সময় অপেক্ষার পর এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলাদেশের আরো দুই সাঁতারু। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৩৭ বছর পর তিল তিল করে বুনা নিজেদের স্বপ্ন পূরণ করলেন সাগর ও হিমেল।
