মোহসীন বাবু
কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন। সুস্থ হয়ে আবারও নিয়মিত হয়েছেন সংঙ্গীত অঙ্গণে। তিনি একাধিক টিভির আয়োজনে গান করার পাশাপাশি নতুন একক গানেও কণ্ঠ দিচ্ছেন ।
সম্প্রতি রেকর্ডিং করেছেন একটি দেশাত্ববোধক গানের। এর শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে।
নতুনদের সঙ্গে গান করেছেন তিনি।
