নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘ড্রোন প্রদর্শনী’র মাধ্যমে আওয়ামী লীগ শাসানমলের নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে প্রদর্শনীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘৩৬ জুলাই উদ্যাপন’ উপলক্ষে ‘Do you Miss me?’ শীর্ষক এই ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে আওয়ামী লীগ আমলের দু:শাসনের চিত্র তুলে ধরা হয়। দর্শকরা তখন করতালির দিয়ে প্রদর্শনীকে স্বাগত জানায়।
এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনীর সময় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
২০ মিনিট ধরে চলা এ প্রদর্শনীতে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র, পালিয়ে যাওয়া হেলিকপ্টার, আয়নাঘর, একরামুল হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, বাংলাদেশ ব্যাংক লুটের চিত্রসহ ১২টি চিত্র ফুটিয়ে তোলা হয়।
প্রদর্শনীর শুরুতেই দেখানো হয় রক্তমাখা দাঁতসহ শেখ হাসিনার ব্যঙ্গচিত্র, এরপরে দেখানো হয় ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া হেলিকপ্টার, তারপরে একে একে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আয়নাঘর, একরামুল হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, ব্যাংক লুটের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সালমান এফ রহমানের চিত্র।
পরে প্রদর্শন করা হয় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে লেখা ‘আমরা জানি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে পাড়ি দিতে হবে অনেক পথ, কিন্তু পথ দুর্গম বলে থামব না আমরা বাংলাদেশ পক্ষের লোক’। এরপর ‘আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে’ লেখা ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয়। সবশেষে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত লেখা ‘সবাই মিলে আমরা গড়ব বাংলাদেশ ফুটিয়ে তোলা হয়।
