নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের অমর পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রথিতযশা লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি ইতিহাসের সঠিক অধ্যয়ন ও বর্ণনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পল্লী কবি পুত্র খুরশীদ আনোয়ার জসীম বলেন, ‘জসীমউদ্দীনের রচনাগুলো পড়লে একজন মানুষ দেশপ্রেমিক ও মানবিক হয়ে উঠবে। এই পাঠাগার যুবসমাজকে মাদকমুক্ত রাখবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।’
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থানে ৫০টি বুক ক্যাফে স্থাপন করা হবে, যা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হবে। এসব পাঠাগার ও পাবলিক স্পেস সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বারিধারা সোসাইটির সহযোগিতায় নির্মিত এ পাঠাগার স্থানীয় বাসিন্দাদের জন্য সাহিত্যচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
