নিজস্ব প্রতিবেদক
দেশে ডিজিটাল মাধ্যমে গড়ে ওঠেছে শক্তিশালী প্রতারক চক্র। এই চক্রটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মোবাইল ফোন নাম্বার ক্লোন করে ফোন করছে, সিল প্যাগ ও লগো নকল করে ভুয়া চিঠি বা নোটিশ ইস্যু করে মানুষকে হয়রানি করছে বা টাকা দাবি করছে। এ ধরনের প্রতারনা আগে ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে হতো। এবার এ ধরনের প্রতারনা করা হয়েছে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে। পাশাপাশি সরকারি উ”চ পদ¯’ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেও। তাদেরকে ফোন করে দুর্নীতির অভিযোগ তুলে টাকা দাবি করা হ”েছ। টাকা না দিয়ে দুর্নীতির মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হ”েছ। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে এমন সব বহুমুখী প্রতারনার ঘটনা শনাক্ত করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে দুদক থেকে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে এসব প্রতারনা বন্ধের জন্য আইনী পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিস্ট সং¯’াগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ দুদকের ওই চিঠি সরকারের বিভিন্ন সংস্তার কাছে পাঠিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছেও পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এটি মঙ্গলবার দেশের সব ব্যাংকের কাছে সার্কুলার জারির মাধ্যমে পাঠিরেয়ছে। পামাপাশি এই চিঠি আর্থিক প্রতিষ্টানগুলোর কাছেও পাঠানো হবে।
চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কমিশনার, তাদেও একান্ত সচিবসহ কমিশনে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোন (হুবহু একই নাম্বার) করে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় প্রতারনা করছে। এই চক্রটি এবারের সরকারের বিভিন্ন উপদেষ্টা, উ”চ পদ¯’ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের টার্গেট করে দুদকের নামে ভুয়া চিঠি দি”েছ নোটিশ জারি করছে। অনেক ক্ষেত্রে সরাসরি ক্লোন করা ফোন নাম্বার দিয়ে সরাসরি ফোন করছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্ট্রাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দুদকের লাগো, প্যাড নকল করে একাউন্ট খুলে প্রতারনা করছে। তারা দুদকের সংশ্লিস্ট কর্মকর্তাদের সিল স্বাক্ষর জাল করে মোবাইল সরাসরি কল দি”েছ বা এসএমএসের মাধ্যমে অর্থ দাবি করছে। পাশাপাশি দুনর্িিতর অভিযোগ তুলে নানা ধরনের নোটিশ জারি করছে। এভাবে প্রতারক চক্র জনগণকে নানাভাবে হয়রানি করছে।
এ ধরনের হয়রানি বন্ধ করতে সরকারের সংশ্লিস্ট সংস্তাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।
