নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা) ২০১১ সালে প্রতিষ্ঠিত। এটি জাতিসংঘের মৌলিক উদ্দেশ্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি, সফ্ট স্কিল উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন বিধি বিধান প্রচারের ক্ষেত্রেও কাজ করে তারা।
ডিইউমুনার ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহতাব জামিল মাহিন সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল ফাহাদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুর ১টায় সংগঠনটির মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বর্ণা সাহা, যুগ্ম সম্পাদক সামিউল হক, কোষাধ্যক্ষ সাকিব আল নুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিফা তামান্না, প্রচার সম্পাদক তাসনিম বিন মাহফুজ এবং প্রকাশনা সম্পাদক আল ওসাইমিন ইফতি।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত ইসলাম তুনাজ, আদিত্য আবরার রায়াত, আবরার মো. লাবিব, সাদিয়া তাসনিম, সানিন সাঈদ, মো. ইনসান ভূঁইয়া ও আহসান তাজোয়ার।
