ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে। প্রায় এক মাস এর দাম ১২২ টাকার নীচে ছিল। কেন্দ্রীয় ব্যাংক এর দাম ১২২ টাকার আশেপাশেই রাখতে চাচ্ছে। রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কমায় ব্যাংক খাতে ডলারের প্রবাহ বেড়েছে। পাশাপাশি আমদানি বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। এসব কারণে বাজারে ডলারের চাহিদাও কম। যে কারণে দাম কমেছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করার কারণে এখন দাম বেড়ে বাজার স্থিতিশীল হয়েছে।
বুধবার ব্যাংকগুলোতে ডলারের সর্বোচ্চ দাম ওঠেছে ১২২ টাকায়। এক মাস পর সর্বোচ্চ দাম ১২২ টাকায় ওঠলো। এর আগে ১২১ টাকার মধ্যে সর্বোচ্চ দাম ওঠানামা করেছে। সর্বনিম্ম দাম ১১৯ টাকার ঘরেও নেমে গিয়েছিল। বুধবার ডলারের সর্বনিম্ম দর ছিল ১৬১ টাকা ৬০ পয়সা। গড় দাম ছিল ১২১ টাকা ৮২ পয়সা।
বাজারে ডলারের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়তে শুরু করেছে। গত মাসে এশিয়ান ক্রিয়ারিং ইউনিয়নের দেনা শোধ করার পর রিজার্ভ ২৯ বিলিয়নের ঘরে নেমে এসেছিল। এখন তা বেড়ে ৩০ বিরিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আগামী সপ্তাহেই রিজার্ভ ৩১ বিরিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
